নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বিলকিস বেগম (৩০) নামে এক গৃহবধূকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নিজ ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত গৃহবধু উপজেলার সহদেবপুর ইউনিয়নের নিগুইর এলাকার সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান ও স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস বেগমের ৮ মাস পূর্বে থেকে উপজেলার নিগুইর এলাকায় নতুন বাড়ী তৈরি করে বসবাস করে আসছিল। এক পর্যায়ে গত রাতের কোন এক সময়ে ওই গৃহবধুকে ধর্ষনের পর কে বা কারা ওড়না দিয়ে পা বেধে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি জুসের প্যাকেট, সিগারেট ও জুতা আলামত হিসাবে পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
Be the first to comment on "টাঙ্গাইলে কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা"