নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার করাতিপাড়া বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী পিকআপটিকে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Be the first to comment on "টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২"