নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার কদমতলি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
Be the first to comment on "টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ "