নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে টানা চার হারে খালি হাতে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। আর এর প্রভাব পড়লো আইসিসির নতুন করে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলেও রেটিং কমেছে টাইগারদের।
বিশ্বকাপের ষষ্ঠ আসর শেষে নতুন করে টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ৭৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশের তখন অবস্থান ছিল দশে। বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান ঠিক থাকলেও রেটিং কমেছে। বাংলাদেশের রেটিং এখন ৭৪।
এদিকে আসরের সেমিফাইনালিস্ট ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। নিজেদের অবস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। রানার্স আপ হওয়া ইংল্যান্ডের ভালোই উন্নতি হয়েছে। সাত নম্বর থেকে তারা চার নম্বরে উঠে এসেছে।

Be the first to comment on "টি-টোয়েন্টির রেটিংয়ে বাংলাদেশের অবনতি"