শিরোনাম

টেকনাফ সীমান্তে ৩৫৭ রোহিঙ্গা আটক, যে কোনো সময় ফেরত

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা এখন বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আটক রোহিঙ্গাদের যেকোনো সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

স্থানীয় ও বিজিবি সূত্র জানান, রবিবার বিভিন্ন সময় এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের হ্নীলার উত্তর বিল এলাকায় অবস্থান নেন। এরপর ওখানেই তারা বসতি স্থাপনের চেষ্টা করেন। খবর পেয়ে বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে কৌশলে রবিবার ভোর থেকে এরা অবৈধভাবে অনুপ্রবেশ করে হ্নীলায় রোহিঙ্গা বসতি স্থাপনের চেষ্টা করছিল। এই খবর পেয়ে তাদের রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এরা সর্বমোট ৭৩টি পরিবারের সদস্য এবং মিয়ানমারের ৪টি গ্রামের বাসিন্দা। যেকোনো এদের সময় মিয়ানমারের ফেরত পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "টেকনাফ সীমান্তে ৩৫৭ রোহিঙ্গা আটক, যে কোনো সময় ফেরত"

Leave a comment

Your email address will not be published.


*