শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মুসলমানরা রিপাবলিকান দল থেকে মনোনিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক মিলিয়ন ভোটারের নাম তালিকাভুক্ত করার জন্য এক অভিযান শুরু করেছে। মুসলিম নেতারা মনে করছেন, ভার্জিনিয়া ও ফ্লোরিডার মতো ফলাফল নির্ধারণী অঙ্গরাজ্যগুলোতে মুসলমানরা ট্রাম্পকে হারিয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সদ্য সমাপ্ত রিপাবলিকান জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দলটি।

ট্রাম্পবিরোধী অভিযান প্রসঙ্গে ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের অন্যতম নেতা ওসামা আবু ইরশায়িদ বলেন, ‘আমরা মুসলিম কমিউনিটিকে বলতে চাই, আপনারা যদি নিজেদের অধিকার স্বেচ্ছায় বর্জন করেন তাহলে অন্য কেউ তা আপনাদেরকে ফিরিয়ে দেবে না।’

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মুসলমানকে আলাদাভাবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। কাজেই মুসলিমবিদ্বেষী এ নেতাকে ভোট না দিতে সব মুসলমানের প্রতি আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। যুক্তরাষ্ট্রের মসজিদগুলোর পেশ ইমামরা এক মিলিয়ন ভোটার তালিকাভুক্ত করার অভিযানে অংশ নিতে মুসলমানদের উৎসাহিত করার চেষ্টা করছেন।

অপর মুসলিম নেতা নিহাদ আওয়াদ বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিম আতঙ্ক তৈরির যে অভূতপূর্ব প্রচেষ্টা দেখা যাচ্ছে তা রুখতে তারা এ অভিযান শুরু করেছেন। এ পর্যন্ত তিন লাখ মুসলমান এই অভিযানে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু"

Leave a comment

Your email address will not be published.


*