নিউজ ডেস্ক : ডিজিটাল লেনদেন চালু হওয়ায় অনেক সরকারি অফিসে দুর্নীতি কমে গেছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম আয়োজিত ডিজিটাল পেমেন্ট-বিষয়ক কর্মশালায় অর্থমন্ত্রী এ কথা জানান।
মুহিত বলেন, দুর্নীতি কমানোর খুবই কার্যকর পদক্ষেপ ডিজিটালাইজেশন। সরকারের ডিজিটাল পেমেন্টের উদ্যোগের কারণে অনেক ক্ষেত্রেই দুর্নীতি কমছে বলেও জানান তিনি। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে সরকারি সব লেনেদেন কাগজবিহীন করার চেষ্টা চলছে বলে জানান অর্থমন্ত্রী। ডিজিটাল পেমেন্ট আগামী দিনে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন কর্মশালার বক্তারা।
Be the first to comment on "ডিজিটাল লেনদেনে দুর্নীতি কমেছে : অর্থমন্ত্রী"