শিরোনাম

ঢামেক থেকে কয়েদির পলায়ন, দুই কারারক্ষী বরখাস্ত

নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মো. সোহেল (৪২) নামের এক কয়েদি পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের পাশের শৌচাগার থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কয়েদি সোহেল মাদক মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল।

ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম বলেছেন, এ ঘটনায় দুই কারারক্ষী চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে এ ব্যাপারে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে সোহেলকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়ার পর কারারক্ষী আজিজুল হাকিম ও নজরুল মানিকের পাহারায় সোহেলকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় সোহেলকে নিয়ে দুই কারারক্ষী ঢামেকের বহির্বিভাগের সামনে মূল ফটকের কাছে এলে সোহেল শৌচাগারে যেতে চান। কারারক্ষী দুজন বাইরে দাঁড়িয়ে তাকে শৌচাগারে পাঠান। বেশ কিছু সময় অপেক্ষার পরও সোহেল বাইরে না এলে কারারক্ষী দুজন ভেতরে গিয়ে দেখেন তিনি পালিয়ে গেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ঢামেক থেকে কয়েদির পলায়ন, দুই কারারক্ষী বরখাস্ত"

Leave a comment

Your email address will not be published.


*