নিউজ ডেস্ক : তিনি মিস ইন্ডিয়া ২০০৪। কিন্তু তার থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন ২০০৫-এ বলি টাউনে তাঁর ডেবিউ ছবি ‘আশিক বানায়া আপনে’-র মাধ্যমে। তিনি বঙ্গকন্যে তনুশ্রী দত্ত।
‘আশিক বানায়া আপনে’তে সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তনুশ্রীর কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকদের। তনুশ্রী অভিনয়েও পারদর্শী ছিলেন। ২০০৫-এ মুক্তি পায় তাঁর আরও একটি ছবি ‘চকলেট’। কিন্তু তারপর? কোথায় গেলেন তিনি? ওই দু’টি মাত্র ছবির পর বড়পর্দা থেকে তো একেবারেই হারিয়ে গেলেন নায়িকা।
Be the first to comment on "তনুশ্রী এখন কোথায়"