শিরোনাম

তনুশ্রী এখন কোথায়

নিউজ ডেস্ক : তিনি মিস ইন্ডিয়া ২০০৪। কিন্তু তার থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন ২০০৫-এ বলি টাউনে তাঁর ডেবিউ ছবি ‘আশিক বানায়া আপনে’-র মাধ্যমে। তিনি বঙ্গকন্যে তনুশ্রী দত্ত।

‘আশিক বানায়া আপনে’তে সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তনুশ্রীর কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকদের। তনুশ্রী অভিনয়েও পারদর্শী ছিলেন। ২০০৫-এ মুক্তি পায় তাঁর আরও একটি ছবি ‘চকলেট’। কিন্তু তারপর? কোথায় গেলেন তিনি? ওই দু’টি মাত্র ছবির পর বড়পর্দা থেকে তো একেবারেই হারিয়ে গেলেন নায়িকা।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তনুশ্রী এখন কোথায়"

Leave a comment

Your email address will not be published.


*