শিরোনাম

‘তারকাদের মধ্যে ইয়োগা করার প্রবণতা বেশি’

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে বা বিশ্ব যোগ দিবস। ২০১৫ সালে প্রথমবারের মত জাতিসংঘের উদ্যোগে পালিত হয়েছিল দিনটি। মূলত: ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও বিশ্বের নানাদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান ইয়োগা শিখিয়ে থাকে। কিন্তু এর জনপ্রিয়তা কেমন বাংলাদেশে? বাংলাদেশে হু-আ হোম অফ ইয়োগা নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক কামরান জ্যাকব বলছিলেন সাম্প্রতিক সময়ে ইয়োগার জনপ্রিয়তা বাড়ছে। মি: জ্যাকব বলেন যে ইয়োগা ডে ঘোষণা হবার পর থেকে ধীরে ধীরে মানুষ এ দিকে ঝুঁকছে। মানুষের শরীরের সুস্থতা নিয়ে সচেতনতা বাড়ছে। খবর বিবিসি বাংলা।

“তারকাদের মধ্যে ইয়োগার প্রবণতাটা বেশি এসেছে। বলিউড ও হলিউড তারকারা নিয়মিত ইয়োগা করছে। তাদের দেখে আমাদের দেশের তারকারাও অনুপ্রাণিত হচ্ছে। তারা ইয়োগা করে নিজেদের সুন্দরভাবে মেইনটেইন করতে পারছে”। দুই শ্রেণীর মানুষের মধ্যে ইয়োগার আগ্রহ দেখা যাচ্ছে বলে জানান মি: জ্যাকব। “যারা খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং তারা চিকিৎসার পাশাপাশি ইয়োগার মাধ্যমে সমাধান পাবার চেষ্টা করছে। আর আরেক শ্রেণী হলো উচ্চবিত্তের মানুষ যারা নিজেদের বিষয়ে সচেতন তারা এই ইয়োগার দিকে ঝুঁকছে”-বলেন কামরান জ্যাকব।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘তারকাদের মধ্যে ইয়োগা করার প্রবণতা বেশি’"

Leave a comment

Your email address will not be published.


*