শিরোনাম

তোপা ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চায়

তোপা ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চায়

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ তাসনুবা জারিন তোপা ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চায়। এ বছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড স্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে।
যশোরের বাঘারপাড়ার উপজেলার বাসিন্দা হারুন-অর-রশিদ ও স্বাস্থ্য বিভাগে কর্মরত মা রুমিসা খানমের ছোট মেয়ে এবং রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনের ভাতিজি তাসনুবা জারিন তোপার এ সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা।
এক ভাই ও দুই বোনের মধ্যে তোপা সবার ছোট। তার বড় বোন দিলশাদ মাজহার তুলি মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও একমাত্র ভাই মোস্তফা রশিদ কাফি পেশায় একজন চিকিৎসক।
তাসনুবা জারিন তোপা জানায়,‘সে ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চায়। এ সাফল্যে স্কুলের শিক্ষক,বাবা-মাসহ পরিবারে সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তোপা। সাথে সবার কাছে দোয়া চেয়েছে এ কৃতি শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তোপা ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চায়"

Leave a comment

Your email address will not be published.


*