নিউজ ডেস্ক : থাইল্যান্ডের চুনবুড়ি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাংকক এলিমেন্টারি স্কুলের ১১ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার সন্ধায় এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে বলা হয়, সেমিনারে অংশগ্রহণ শেষে স্কুলের শিক্ষক এবং বেশ কয়েকজন কর্মচারী রায়োং প্রদেশ থেকে ব্যাংককে ফিরছিলেন। পথিমধ্যে চুনবুড়ি প্রদেশে পৌছলে টায়ার বিস্ফোরিত হয়ে তাদের বহনকারী গাড়িতে আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
Be the first to comment on "থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় স্কুলের ১১ কর্মচারী নিহত"