শিরোনাম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ঘরে মিলল ৩৬০ ভায়াগ্রা

নিউজ ডেস্ক : রুমাল খুঁজতে গিয়ে বিড়াল বেরিয়ে পড়ল। দুর্নীতির অভিযোগ ওঠায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিন হিউ-এর বিরুদ্ধে তদন্ত করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু এ কী?‌ প্রেসিডেন্ট-এর বাড়িতে মিলল ৩৬০টি ভায়াগ্রার ক্যাপসুল!‌ তবে কী প্রেসিডেন্ট যৌন অক্ষম?‌ যৌনতায় সমস্যা থাকলে তবেই এই ভায়াগ্রাগুলো খাওয়া হয়। লজ্জায় পড়ে গেছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। লজ্জা ঢাকতে সিওলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌অলটিটিউড সিকনে’‌ অর্থাৎ উচ্চতাভীতির ওষুধ হিসেবে এই ট্যাবলেট কিনে রাখা হয়েছিল। কেননা বিভিন্ন কারণে পার্ক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাকে বাইরে যেতে হয়। সেই কারণেই এই ওষুধ কিনে রাখা। তিনি আরও জানান, পূর্ব আফ্রিকা সফরের সময়ও হিউ–এর জন্য ৩৬৪টি ভায়াগ্রার ক্যাপসুল কেনা হয়। তবে তা তিনি কখনো খাননি। সাধারণ কোরিয়াবাসী মনে করেন পদত্যাগের চাপ রয়েছে হিউ-এর উপর। সেই চাপ কাটাতে তিনি ‘‌ভিন্ন জগতে’‌ থাকেন। আর এসবের জন্য তাঁর ভায়াগ্রার দরকার পড়ে।

সূত্র: আজকাল

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ঘরে মিলল ৩৬০ ভায়াগ্রা"

Leave a comment

Your email address will not be published.


*