শিরোনাম

দিলরুবার গানে ফরাসী মডেল ক্লিম্যান্স

নিউজ ডেস্ক : ‘পাগল মন’ খ্যাত গায়িকা দিলরুবা খানের নতুন একটি গানের মডেল হলেন ফ্রান্সের মঞ্চ অভিনেত্রী ক্লিম্যান্স। ‘প্রেমের গল্প’ শিরোনামের এ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশী পরিচালক সুস্ময় শরীফ।

ভিডিওটিতে ক্লিম্যান্সের সঙ্গে মডেল হিসেবেও রয়েছেন এই প্রবাসী তরুণ।
দিলরুবা খান বলেন, চলতি বছর লেজার ভিশন থেকে প্রকাশিত আমার ‘মনের পাখি বনে’ অ্যালবামের গান এটি। অনলাইনে শোনার পর গানটি ভালো যায় সুস্ময়ের। আমার প্রতি ভালোবাসা থেকে তিনি গানটির ভিডিও প্রকাশের আগ্রহ প্রকাশ করেন। সায় দেওয়ার পর প্যারিস, জার্মানি এবং সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে শুটিং করেন। অফিস থেকে ছুটি নিয়ে পুরো কাজটি করেছেন সুস্ময়। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।

দিলরুবা আরো বলেন, আমার গানে একজন ফরাসী নারী মডেল হয়েছেন। এটা অনেক ভালোলাগার একটি বিষয়। ক্লিম্যান্সের আবদার রক্ষা করতেই বড়দিন উপলক্ষ্যে ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হবে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মোহাম্মদ মিলন, সংগীতায়োজনে এমএমটি রনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দিলরুবার গানে ফরাসী মডেল ক্লিম্যান্স"

Leave a comment

Your email address will not be published.


*