নিউজ ডেস্ক : বলিউডের অভিনেত্রীদের প্রথম তালিকায় রয়েছেন তিনি। বলিউড মাতিয়ে হলিউডেও তিনি কাজ করছেন সফলভাবে। তার প্রথম হলিউড ছবি ‘এক্সএক্সএক্স’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনো শেষ নেই। কিন্তু এই ছবির প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি।
ট্রেলারটি নিঃসন্দেহে অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর। তবে সেই ট্রেলার জুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু ছবির দ্বিতীয় মধ্যমণি দীপিকা নিজেই।
তবে সম্প্রতি কিছু ছবি ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যা উত্তজনার পারদ ছড়িয়েছে দশ গুণ। কালো পোশাক আর দীপিকার লাস্যে এখন মজেছে সাইবারবাসী।
দীপিকার লাস্যে মজেছে সাইবার দুনিয়া

Be the first to comment on "দীপিকার লাস্যে মজেছে সাইবার দুনিয়া"