নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশবাসীকে ঠিকভাবে কর প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে মূসক, শুল্ক এবং আয়কর বিষয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি। এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সটিটিউট (বিটিটিআই)।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। রাজস্ব সরবরাহ করতে হবে। এর জন্য কর প্রদানের মাধ্যমে দেশে রাজস্ব আয়ের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। প্রত্যক্ষ বা পরোক্ষ যে করের আওতায় আপনারা রয়েছেন- সঠিকভাবে সেই কর প্রদান করে দেশের উন্নয়নে শামিল হোন।
সবাই মিলে একসঙ্গে কাজ করলে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Be the first to comment on "দেশবাসীকে কর প্রদানের আহ্বান এনবিআর চেয়ারম্যানের"