নিউজ ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা তিনজন তুর্কি সেনাকে জিম্মি করেছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক তিন সেনাকে জিম্মি করার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দিতে সক্ষম হননি।
প্রতিরক্ষামন্ত্রী ইসিক বলেন, “আমরা জানতে পেরেছি, আমাদের তিনজন সেনা দায়েশের (আইএস) হাতে রয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আইএস জঙ্গিরা দুই তুর্কি সেনাকে পুড়িয়ে মারছে। আর এরপরই তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।
Be the first to comment on "নতুন করে তিন তুর্কি সেনাকে জিম্মি করেছে আইএস"