নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলা বাতিল সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের আবেদন খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপীল শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপীল বিভাগের বেঞ্চ আগামীকাল সোমবার পযন্ত মুলতবি করে আদেশ দেন। আদালতে আজ খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশেদ আলম খান।
এর আগে গত ৯ অক্টোবর শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতির আদালত। গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন খারিজ করে এ নির্দেশ দেন হাইকোর্ট।
Be the first to comment on "নাইকো দুর্নীতি : খালেদার আপীল শুনানি সোমবার"