শিরোনাম

নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৩ শতাংশ অভিবাসী। সারা আমেরিকায় সবচেয়ে বেশী এক কোটি ৩ লাখ অভিবাসী রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তবে শতাংশ হিসেবে সবচেয়ে বেশি অভিবাসী টেক্সাসে। এ তালিকায় ক্যালিফোর্নিয়ার অবস্থায় দ্বিতীয়। তিন নম্বরে আছে নিউইয়র্ক। এই অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ অভিবাসী।
সারা আমেরিকায় অভিবাসন সম্পর্কিত গতি-প্রকৃতির আলোকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের কন্ট্রোলার থমাস ডি-ন্যাপলিয়ো কর্তৃক এক পরিসংখ্যানে ২ নভেম্বর এ তথ্য প্রকাশ পায়।
এ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক রাজ্যে ৪৪ লাখ অভিবাসী রয়েছে। এর ৯২ শতাংশ বাস করেন নিউইয়র্ক সিটিসহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে। নিউইয়র্কে বসতি গড়া অভিবাসীর দুই-তৃতীয়াংশ এসেছেন ২০০০ সালের আগে। এর মধ্যে ২৭.৫ ভাগ ল্যাটিন আমেরিকা, ১৭.৩ ভাগ ইউরোপ, ১৬.৬ ভাগ পূর্ব এশিয়া, ১০.৯ ভাগ পশ্চিম এশিয়া এবং আফ্রিকা থেকে এসেছে ৪ ভাগ অভিবাসী।
এই পর্যালোচনা প্রতিবেদনের উপর মন্তব্য করতে গিয়ে নিউইয়র্ক রাজ্য কন্ট্রোলার বলেছেন, নিউইয়র্কে বসবাসরত অভিবাসীর প্রায় সকলেই যথাযথ শিক্ষায় শিক্ষিত এবং কর্মরত।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ"

Leave a comment

Your email address will not be published.


*