নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৩ শতাংশ অভিবাসী। সারা আমেরিকায় সবচেয়ে বেশী এক কোটি ৩ লাখ অভিবাসী রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তবে শতাংশ হিসেবে সবচেয়ে বেশি অভিবাসী টেক্সাসে। এ তালিকায় ক্যালিফোর্নিয়ার অবস্থায় দ্বিতীয়। তিন নম্বরে আছে নিউইয়র্ক। এই অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ অভিবাসী।
সারা আমেরিকায় অভিবাসন সম্পর্কিত গতি-প্রকৃতির আলোকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের কন্ট্রোলার থমাস ডি-ন্যাপলিয়ো কর্তৃক এক পরিসংখ্যানে ২ নভেম্বর এ তথ্য প্রকাশ পায়।
এ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক রাজ্যে ৪৪ লাখ অভিবাসী রয়েছে। এর ৯২ শতাংশ বাস করেন নিউইয়র্ক সিটিসহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে। নিউইয়র্কে বসতি গড়া অভিবাসীর দুই-তৃতীয়াংশ এসেছেন ২০০০ সালের আগে। এর মধ্যে ২৭.৫ ভাগ ল্যাটিন আমেরিকা, ১৭.৩ ভাগ ইউরোপ, ১৬.৬ ভাগ পূর্ব এশিয়া, ১০.৯ ভাগ পশ্চিম এশিয়া এবং আফ্রিকা থেকে এসেছে ৪ ভাগ অভিবাসী।
এই পর্যালোচনা প্রতিবেদনের উপর মন্তব্য করতে গিয়ে নিউইয়র্ক রাজ্য কন্ট্রোলার বলেছেন, নিউইয়র্কে বসবাসরত অভিবাসীর প্রায় সকলেই যথাযথ শিক্ষায় শিক্ষিত এবং কর্মরত।
নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ

Be the first to comment on "নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ"