শিরোনাম

নিজ শিশু সন্তানকে হত্যা করলো বাবা-মা ॥ আটক মা

নিউজ ডেস্ক : সোমবার ভোর রাতে হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের পল্লী ওসমানপুরে নিপা নামে ৭ মাসের এক ফুটফুটে শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে পাষন্ড বাবা-মা। এ ঘটনায় নিপার বড় বোন রিপা(৩) গুরুতর আহত হয়ে এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। তবে ঘটনার পরপরই ঘাতক মা মিলন বেগম ধরা পড়লেও বাবা লিটন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। মা মিলন বেগম এখন সংশ্লিস্ট থানা হাজত খানায়। এছাড়া মর্তুজ আলী নামে এক প্রতিবেশীকেও আটক করেছে পুলিশ। এদিকে এমন নির্মম হত্যাকান্ডের খবর পেয়ে এসপি জয়দেব কুমার ভদ্র, এএসপি (সাউট) মো. রাসেল, ওসি নির্মূলেন্দু চক্রবর্তী সহ ডিবি পুলিশের একটি টীম সংশ্লিস্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে সংশ্লিস্ট থানা পুলিশ অজ্ঞাত কারনে নিপা ও রিপা হতাহতের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের কাছে হযবরল বক্তব্য দিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে সংশ্লিস্ট থানা পুলিশ বলছে, নিপা ও রিপাকে নিয়ে তার মা মিলন বেগম গভীর রাতে নিজ বাড়ীতে ঘুমুচ্ছিলেন। এসময় নাকি তাদের দরজা ভেঙ্গে গভীর রাতে ২/৩ জন লোক ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ওই দুই শিশুকে এলোপাথাড়ি কুপাতে থাকে। আবার কখনো বলছে, নিপাকে খুন করার নেপথ্যে প্রতিপক্ষকে ফাঁসানো। প্রশ্ন উঠেছে, এঘটনায় গুরুতর আহত নিহত নিপার বোন রিপা এসপি জয়দেবকে জানিয়েছে, তার মা-বাবাই এই ঘটনা ঘটিয়েছে। আবার এএসপি মো. রাসেলও বলছেন বাবা–মা নৃশংসভাবে তাদের এই শিশু সন্তানকে হত্যা করেছে। অথচ প্রতিপক্ষকে ফাঁসানো ও বাইরের লোক দরজা ভেঙ্গে ওই বাড়ীতে প্রবেশ সংশ্লিস্ট থানা পুলিশের এমন হযবরল বক্তব্য দেয়ার নেপথ্যে হেতু কি তা নিয়েই এখন মূলত মিডিয়াকর্মী ও জনমনে নানা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। তবে এই নির্মম হত্যাকান্ডের নেপথ্যে প্রকৃত রহস্য ও কারা জড়িত তা সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসতে পারে বলে স্থানীয় লোকজনের অভিমত।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিজ শিশু সন্তানকে হত্যা করলো বাবা-মা ॥ আটক মা"

Leave a comment

Your email address will not be published.


*