শিরোনাম

নীলফামারীতে চুলার আগুনে গোটা গ্রাম পুড়ে ছাই

নিউজ ডেস্ক : নীলফামারীতে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা বানিয়াপাড় গ্রাম। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে নীলফামারী সদর উপজেলার ওই গ্রামের জনৈক নরশে চন্দ্র রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় । এরপর তা দ্রুত পাশে ছড়িয়ে পরে। মুহূতেই আগুনের লেলিহান শিখা গোটা গ্রামকে গ্রাস করে ফেলে। চোখের পলকে ৪৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে দেড়শতাধিক ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, একটি মোটরসাইকেলসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ৮টায় এ খবর লেখা পর্যন্ত নীলফামারী ও ডোমার দমকল বিভাগের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নীলফামারীতে চুলার আগুনে গোটা গ্রাম পুড়ে ছাই"

Leave a comment

Your email address will not be published.


*