নিউজ ডেস্ক : ব্যাংকের লাইনে দাঁড়ানোর ধকল সহ্য করতে না পেরে মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজ্যের কোচবিহারের দিনহাটার বাসিন্দা ধরণীকান্ত ভৌমিক (৫৬) নামের এক শিক্ষক অসুস্থ হয়ে মঙ্গলবার ভোর মারা যান। খবর আনন্দবাজার পত্রিকার।
শিক্ষকের পরিবারের দাবি, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন পুরনো নোট জমা দেওয়া ও রুপি তোলার জন্য দফায় দফায় লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। রবিবার প্রায় দিনভর লাইনে ছিলেন। সে দিনই বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরেন। এরপর সোমবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত।
তার স্ত্রী সবিতাদেবী বলেন, ‘‘রুপি তোলা ও জমা করার জন্য শুক্র ও শনিবার প্রায় পাঁচ ঘণ্টা করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু অর্থ জমা দিতে পারলেও তা তুলতে পারেননি। রবিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফের লাইনে দাঁড়িয়ে দু’ হাজার রুপি বদলাতে পেরেছিলেন। এই মানসিক ও শারীরিক ধকল উনি নিতে পারেননি।’’
নোট পরিবর্তনে টানা ৩ দিন লাইনে ॥ অতঃপর মৃত্যু

Be the first to comment on "নোট পরিবর্তনে টানা ৩ দিন লাইনে ॥ অতঃপর মৃত্যু"