নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের পাঁচ দফা দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেয়ায় অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে নিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সঙ্গে বিভাগের শিক্ষকদের এক বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ক্লাস রুম, ল্যাব টেকনিশিয়ান, বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি, চার শিক্ষকের আবাসন সমস্যা, শিক্ষক কমনরুমসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ জুলাই থেকে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করা শর্তে শিক্ষার্থীরা জানায়, আন্দোলন সফল হওয়ায় তারা অনেক খুশি। তবে কতটুকু বাস্তবায়ন হয় সেটাই দেখার আশায় তারা আছেন। বর্তমানে তারা সকল কর্মসূচি প্রত্যাহার করে যথা সময়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবে। আন্দোলন চলাকালে পাচঁজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়।
Be the first to comment on "নোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার"