নিউজ ডেস্ক ॥ নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মেম্বর আব্দুল কাইয়ূম শিকদারকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় শুক্রবার (২৯ মে) নিহতের ছেলে নাইমুল ইসলাম মিল্টন বাদি হয়ে চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসসহ ৪৫ জনের নামে মামলা করেছেন। এছাড়াও এ মামলায় ১০ থেকে ১৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তর ও পূর্বশত্রুতার জের ধরে গত ২৬ মে রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বর কাইয়ূম শিকদারকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মোল্যা (৪০) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিককে (২৮) কুপিয়ে গুরুতর জখম হয়।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Be the first to comment on "নড়াইলে ইউপি মেম্বর হত্যা, চেয়ারম্যানসহ ৪৫ জনের নামে মামলা"