নিউজ ডেস্ক॥ নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার (৯ আগষ্ট) বিকালে একজন যুবককে ৫’শ গ্রাম গাজাসহ আটক করা হয়। তাকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর বিদ্যুত বিহারী নাথ’র নেতৃত্বে একটি টিম বিকাল সাড়ে ৫টার দিকে সদর ধানাধীন দক্ষিন নড়াইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হাসিবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন পরবর্তী বিকিকিনির সময় ৫’শ গ্রাম জট গাজাসহ হাসিবুল ইসলাম (২২)কে হাতেনাতে আটক করেন। রাতে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিনের আদালতের হাজির করা হয়। আদালতে সে দোষ স্বীকার করায় বিচারক হাসিবুলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে আলামত বিনষ্ট করেন।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর বিদ্যুত বিহারী নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে গাজাসহ আটক-১"