শিরোনাম

পঙ্গু হাসপাতালের ১৬ দালালকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের প্রতারিত করার দায়ে ১৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে সাত মহিলা দালাল রয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, মোঃ মজনু খাঁ (৬২), নাজিম মোহাম্মদ আলআমিন (৪০), মোঃ রেজাউল করিম(৩৪), মোঃ সুমন (২৫), মোঃ সিদ্দিকি (৩৬), মোঃ মোকারম হোসেন (২৯), মোঃ আলী (৪০), মোঃ রুবেল প্রধান(১৯), শারমিন (২৫), রেশমা (৩৮), শাহানা বেগম (৪০), রতœা রানী দাশ (২৬), কল্পনা(২৬), আজিরন(২৯), মরজিনা শারমিন(৩৫) ও মোঃ সহিদুল ইসলাম (৩৪)। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, আটককৃত দু’জনকে ছয়মাসের কারাদন্ড, বাকীদেরকে দুই থেকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টানা দুই ঘন্টা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এর পরিচালনায় শেরে-বাংলা-নগরস্থ পঙ্গু হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় হাসপাতালের সামনে থেকে রোগীদের দালালী ও প্রতারণা করার দায়ে দালাল চক্রের ওই ১৬ সদস্যকে আটক করা হয়। আটকৃত দালালরা জানান, দীর্ঘদিন ধরে তারা পঙ্গু হাসপাতালের সামনে থেকে আগত রোগীদের এই হাসপাতালে রোগীদের হাত ও পা কেটে ফেলে এমন ভয় দেখান। পরে তাদেরকে কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে বাইরে তাদের কমিশন ভুক্ত বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। পরে এজেন্টভুক্ত দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে রোগী ভাগিয়ে নেয়া অনুযায়ী কমিশনের মোটা অংকের টাকা পেয়ে থাকেন। নেয়। এতে সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, প্রতারিত সাধারণ রোগীরা ক্লিনিকের নিন্মমানের চিকিৎসা যান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপুর্ণ। এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি। ফলে সাধারন রোগীরা আর্থিক ক্ষতি হচ্ছে। ফলে আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দন্ড বিধি ২৯১ ধারা মোতাবেক আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে কিছু অসাধু প্রতারক দালাল চক্র রাজধানীর বিভিন্ন সরকারী স্বনামধন্য হাসপাতালের সামনে থেকে রোগীদের প্রতারিত করে অন্য ক্লিনিকে নিয়ে যায়। যেসব ক্লিনিকগুলো কম খরচে চিকিৎসা করে দেবার নাম করে প্রতারক দালাল চক্রটি সাধারন রোগীদের কাছ থেকে ভয়ভীতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। জনসাধারণের নিকট হতে অভিযোগের ভিত্তিতে উক্ত চক্রটিকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় রবিবার পঙ্গু হাসপাতাল থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে আটক করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

basic-bank

Be the first to comment on "পঙ্গু হাসপাতালের ১৬ দালালকে কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*