নিউজ ডেস্ক : কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়েছে পটুয়াখালীর ছোটবিঘাই ও আমখোলা ইউনিয়ন। এতে উভয় এলাকায় নিহত হয়েছেন দুই নারী। এছাড়া ঝড়ে গলাচিপায় এক শিশু নিখোজ রয়েছে। ঝড়ের তান্ডবে দুই গ্রামে শতাধীক ঘর বিধ্বস্ত হয়েছে,উপড়ে গেছে কয়েক শত গাছপালা।
স্থানীয়রা জানানা, আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কাল বৈশাখী আঘাত হানে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট ও গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা বাজার এলাকায়। দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টির সাথে ঝড়ের তান্ডবে শত শত গাছ উপড় পরে। এ সময় ঝড়ের তান্ডবে গাছ উপড়ে ঘরের উপরে পড়লে অফিসের হাট এলাকায় ঘর চাপা পড়ে মারা যায় তানজিলা আক্তার লিজা (২২)। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু প্যাদা জানান, তানজিলা ঘরে বসে কাঁথা সেলাই করছিলো। ঝড়ে হঠাৎ করে বসত ঘরের পাশে লাগানো বিশাল আকৃতির চাম্বল গাছ ভেঙ্গে ঘরের উপর পড়লে ঘরচাপা পরে লিজা। পরে স্থানীয়রা এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরদিকে গলাচিপার আমখোলায় গাছ চাপা পরে অপর এক নারী নিহত হয়েছে। নিহতের নাম সোনিয়া আক্তার(৩৫)। এছাড়া ঝড়ে গলাচিপা লঞ্চঘাট এলাকায় মানতা সম্প্রদায়ের এক শিশু নিখোজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দিকী জানান, স্বল্প সময়ের ঝড়ে পটুয়াখালীতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শত শত গাছ উপড়ে গেছে। শতাধীক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত ঝড়ে দুই নারী নিহত হবার খবর পাওয়া গেছে।
Be the first to comment on "পটুয়াখালীতে কালবৈশাখীর তান্ডব ॥ দুই নারী নিহত"