নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজান চর ইউনিয়নের মজলিসপুর এলাকায় পদ্মা নদীতে প্রায় ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে কালাম শিকদারের জালে ধরা পড়ে এই বৃহদাকার মাছ।
বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের কাছে আড়তে বিক্রয়ের জন্য নিয়ে এলে মাছটি দেখতে উৎসুক জনতার ভীড় পড়ে যায়। পরে স্থানীয় আড়তদার সামসুল শেখ ২৭ হাজার ৫শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন। বেশি দামে বিক্রয়ের জন্য দুপুর আড়াইটার দিকে মাছটি ঢাকায় পাঠানো হয়।
Be the first to comment on "পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়"