শিরোনাম

পশ্চিমবঙ্গে হাসপাতালে অগ্নিকান্ডে নিহত ৩, আহত ৫০ শিশু

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে একটি সরকারি হাসপাতালে অগ্নিকান্ডে কমপক্ষে দুই নারী ও এক নবজাতক নিহত হয়েছে। এতে ৫০ জন শিশু আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে রাজ্যের মুর্শিদাবাদ জেলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
বহরমপুর মেডিকেল কলেজের প্রধান মেডিকেল কর্মকর্তা এস সাহা জানান, দুইজন নিহতের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কের কোন কারণ নেই বলে জানান তিনি।
অগ্নিকান্ডের স্থানের পাশেই ছিল একটি ওয়ার্ড। ধোঁয়া ছড়িয়ে পড়ায় সেখানে ভর্তি থাকা শিশুসহ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়ে।
আগুন লাগার প্রায় তিনঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে অনেক রোগী খোলা জায়গায় শুয়ে রয়েছেন। তাদের স্যালাইনের বতল হাতে ধরে রেখেছেন স্বজনেরা। অনেককে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের তৃতীয় তালায় অবস্থিত মেডিসিন ডিপার্টমেন্টের একটি এসিতে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ধোঁয়া ও আতঙ্কে ছুটাছুটিতে ওই দুই নারী নিহত হয়েছেন। তিনটা ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুঁটে আসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগ্নিকা-ের ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন। – এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পশ্চিমবঙ্গে হাসপাতালে অগ্নিকান্ডে নিহত ৩, আহত ৫০ শিশু"

Leave a comment

Your email address will not be published.


*