শিরোনাম

পাওনা টাকার জন্য তাইওয়ানিস দম্পতির ওপর হামলা

নিউজ ডেস্ক : ঢাকার উত্তরায় এক বছর আগে তাইওয়ানের এক ব্যবসায়ী দম্পতিকে হত্যাচেষ্টায় জড়িত অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, পাওনা টাকার জন্য ওই দম্পতির ওপর হামলা চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেপ্তাররা হলেন- ওই দম্পতির মালিকাধীন কারখানা কর্মচারী মো. সাজু মিয়া (২৮), মো. রাজু মিয়া (৩০) ও মো. এবায়দুল হক স্বপন (২৪) এবং তাদের গৃহকর্মী হালিমা বেগম (৪৫)।

এ ব্যাপারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, র‌্যাব-১ এর একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরার আজমপুর এলাকায় থেকে প্রথমে সাজুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে রাজুকে আশুলিয়া থেকে, স্বপনকে গাজীপুরের ‍রুপগঞ্জ থেকে এবং তাদের দেওয়া তথ্যে হালিমাকে বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর বাসায় কয়েক লাখ টাকা আছে- এমন খবরে উত্তরার ওই বাসায় প্রবেশ করেন সাজু-লাজুসহ তিনজন। হালিমা ঘুমের ওষুধ খাওয়াতে ব্যর্থ হওয়ায় সরাসরি দরজা খোলেন ওয়াং মিং চি। এরপর ওই তিনজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাজু ও লাজু লাঠি দিয়ে ওয়াংকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর স্ত্রী লু লি হুয়াকে মারধর করে নগদ ছয় লাখ টাকা নিয়ে চলে যান তারা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পাওনা টাকার জন্য তাইওয়ানিস দম্পতির ওপর হামলা"

Leave a comment

Your email address will not be published.


*