ক্রীড়া ডেস্ক: টি২০ বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি পারেনি পাকিস্তান। শনিবার কলকাতার ইডেন গার্ডেনেও সেই ইতিহাস অক্ষুন্নই রইল ভারতীয়দের। চলমান টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে এ রাতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচে (প্রতি দলের ব্যাটিং ইনিংস থেকে ২ ওভার করে কেটে নেওয়া হয়েছিল) ভারতকে মাত্র ১১৯ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। ইনিংসের ১৩ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে সেই রান তুলেছে ভারত।
ভারতীয়দের জয়ের নায়ক সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার জেতা কোহলি ৩৭ বলে হার না মানা ৫৫ রানের ইনিংসে খেলে জয় এনে দিয়েছেন ভারতকে।
কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল দুই দল।হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল রাত ৮টায়। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর (রাত ৮টা ৪০ মিনিটে)। ম্যাচের পরিসর ঠিক করা হয়েছিল প্রতি দলের জন্য ১৮ ওভারের ব্যাটিং।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সিদ্ধান্ত সঠিক; তা প্রমাণ করতেই যেন শুরু থেকেই পাকিস্তানী ব্যাটসম্যানদের চাপের মধ্যে রেখেছিলেন ভারতের বোলাররা। ধীর গতিতে রান যোগ হয়েছে পাকিস্তানের স্কোরবোর্ডে। শেষ অব্দি নির্ধারিত ১৮ ওভারে (বৃষ্টির কারণে ২ ওভার কাটা হয়েছে) ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানের পুঁজি যোগ করতে পেরেছে পাকিস্তানিরা। সর্বোচ্চ ২৬ রান (১৬ বলে) করেছেন শোযেব মালিক। এ ছাড়া আহমেদ শেহজাদ ২৫ ও উমর আকমল ২২ রান করেছেন।
ভারতের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আশিষ নেহরা, জাসপ্রিত বুমরা, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা ও হৃদ্বিক পান্ডে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়েছে। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৮ রান। বোলারদের দাপটে তাই ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ বেশ ভালোই জমে উঠেছিল্ তবে বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় শেষ অব্দি ম্যাচটা জিতে নিয়েছে ভারত।
আসরে দুই দলের জন্য এটি ছিল দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। সেই ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই পাকিস্তানের মোকাবিলায় মাঠে নেমেছিল ভারতীয়রা। অন্যদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান একাদশে পরিবর্তন এনে ৪ পেসার নিয়ে মাঠে নেমেছিল। দলে আসা পেসার মোহাম্মদ সামি ২ উইকেট নিয়েছিলেন পর পর ২ বলে।
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস অক্ষুন্ন ভারতের
![](http://www.newsalline24.com/wp-content/uploads/2016/03/Ind-Pak.jpg)
Be the first to comment on "পাকিস্তানের বিপক্ষে ইতিহাস অক্ষুন্ন ভারতের"