নিউজ ডেস্ক : বলিউডের ছবি ফের নিষিদ্ধ করা হল পাকিস্তানে। কারণ সেদেশের বেশকিছু বিষয় নাকি ধরা পড়েছে চিত্রনাট্যে। আর তাই প্রথমে দৃশ্য কাটার নির্দেশ এবং পরে একেবারে ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সেন্সর বোর্ড।
‘হ্যাপি ভাগ জায়েগি’ ছবির মাধ্যমে ডায়ানা পেন্টি বহুদিন পরে ফিরলেন ছবিতে। এর আগে তিনি নজর কেড়েছিলেন ‘ককটেল’ ছবিতে। এই নতুন ছবিতে তার নায়ক অভয় দেওল। এই কমেডি ছবি ইতিমধ্যেই মু্ক্তি পেয়েছে ভারতে। বক্স অফিসে ব্যাপক সাড়া জাগাতে না-পারলেও এখনও মাল্টিপ্লেক্সে চলছে রমরমিয়ে। কিন্তু সম্প্রতি পাকিস্তান সরকার এই ছবিটিকে ব্যান করেছে সেদেশে। ছবির গল্পটা ঠিক এইরকম, বিয়ের আসর থেকে কনে পালাবে। তারপর সে পৌঁছে যাবে লাহোরে। সেখানেই ঘটতে থাকবে নানা মজার ঘটনা। সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছে পাকিস্তান।
ছবিটির পরিচালক আনন্দ লাল রাই জানিয়েছেন, প্রথমে ছবির বেশ কিছু দৃশ্য পরিচালককে বাদ দিতে বলা হয়। তিনি রাজিও হয়ে যান। তার পরে অবশ্য তাকে জানানো হয় যে ছবির রিলিজের ব্যাপারে আপত্তি রয়েছে পাকিস্তান সরকারের এক মন্ত্রণালয়ের। কিন্তু রাজি হয়েও পরে ব্যান করার বিষয়টি সত্যিই অদ্ভুত।
সূত্র: জি নিউজ ও এবেলা
Be the first to comment on "পাকিস্তানে ফের নিষিদ্ধ বলিউডের ছবি!"