নিউজ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকালে কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক"