নিউজ ডেস্ক : পায়ের দুর্গন্ধ নিয়ে কি খুব অস্বস্তিতে পড়েন? জুতা খুললেই কি ঘরে ছড়িয়ে পড়ে উৎকট গন্ধ? পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ ব্যাকটেরিয়া।
পায়ের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়ান মিলিয়ন হেলথ টিপস জানিয়েছে এগুলোর কথা।
১. বেকিং সোডা
বেকিং সোডা ডিওড্রেন হিসেবে বেশ ভালো ঘরোয়া উপাদান। এই সাদা গুঁড়া উপাদানটির মধ্যে রয়েছে পায়ের গন্ধ দূর করার চমৎকার ক্ষমতা। এক লিটার হালকা গরম পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মেশান। এই পানিতে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে পা শুকান।
২. লাল চা
লাল চায়ের মধ্যে পা ভিজিয়ে রাখলেও পায়ের দুর্গন্ধ দূর হবে। এতে পা ঘামানো কমবে। লাল চায়ের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। পায়ের দুর্গন্ধ দূর করতে এটি কাজ করে। তিন কাপ ফোটানো গরম পানিতে দুটি টি-ব্যাগ দিন। এরপর একটি গামলার মধ্যে এক থেকে দুই লিটার পানি নিন। তার মধ্যে গরম চা ঢালুন। এই পানিতে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন।
৩. আপেল সিডার ভিনেগার
পায়ের পাতার গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। একটি গামলার মধ্যে পানি নিন। দুই ভাগ পানিতে এক ভাগ আপেল সিডার ভিনেগার মেশান। এরপর পা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পা তুলে ভালোমতো মুছে নিন।
Be the first to comment on "পায়ের পাতার দুর্গন্ধ দূর করার তিন উপায়"