শিরোনাম

পূর্ণাঙ্গ তদন্ত ও খুনিদের বিচার চায় ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক: ইউএসএ আইডির কর্মকর্তা, সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়ের নির্মম হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার রাতে ২৮ ইউরোপীয় রাষ্ট্রের ওই জোটের সদর দপ্তর ব্রাসেলস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ইইউ মৌলিক মানবাধিকার হিসেবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং শ্রদ্ধাবোধে উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে সব নাগরিকের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে জরুরি বলে উল্লেখ করা হয়।

নিহত ভূক্তভোগীদের পরিবারের প্রতি গভীর শোক জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে।

basic-bank

Be the first to comment on "পূর্ণাঙ্গ তদন্ত ও খুনিদের বিচার চায় ইউরোপীয় ইউনিয়ন"

Leave a comment

Your email address will not be published.


*