শিরোনাম

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সঠিক সেবা যত্ন পেলে তারও সমাজের জন্য অনেক কিছু করতে পারে।

শনিবার বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জাতীয় সংসদের দক্ষিণ প্রান্তে মানিক মিয়া অ্যাভিনিউ এ নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটি (নার্ক) আয়োজিত ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিবন্ধী উন্নয়নে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।

প্রতিবন্ধীদের ভাতা প্রদানকে বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবন্ধীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে তাদের জন্য বরাদ্দ আরো বৃদ্ধি করলে দেশ গঠনে প্রতিবন্ধী সন্তানেরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

এসময় তিনি সরকারারের পাশাপাশি সমাজের সকল বিত্তবান মানুষদের প্রতিবন্ধী কল্যাণে সাহায্য সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, প্রতিবন্ধীরা স্পেশাল অলিম্পিক থেকে স্বর্ণ জয় করে এনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। তাই আমাদের সবার উচিত হবে প্রতিবন্ধী সন্তানদের অবহেলা না করে তাদের প্রতি ভালোবসা ও সহযোগিতার হাত সম্প্রসারিত করা। প্রতিবন্ধীরা কোন মতেই সমাজের অভিশাপ নয়, ‘আর্শীবাদ’।

এরপর তিনি মানিক মিয়া অ্যাভিনিউ-এ বিশ্ব অটিজম দিবস উদযাপন উপলক্ষ আয়োজিত র্যালিতে অংশ নেন।

basic-bank

Be the first to comment on "প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : ডেপুটি স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*