নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের আগে ৪ জুলাই অফিস করার কথা থকালেও ওইদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৬ জুলাই, শনিবার অফিস করতে হবে। আর ৪ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামী ২ জুলাই, শনিবার শবে কদরের পরদিন রবিবার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিলো। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।
৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। ৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলে ১ থেকে ৯ জুলাই টানা নয়দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Be the first to comment on "প্রধানমন্ত্রীর নির্দেশে টানা ৯ দিনের ঈদের ছুটি"