শিরোনাম

প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার টুঙ্গীপাড়া যাচ্ছেন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর দলীয় নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল মঙ্গলবার টুঙ্গীপাড়ায় যাচ্ছেন। এসময় মন্ত্রীপরিষদের সদস্যসহ বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবরে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে যে, ওইদিন দুপুর পৌনে ১২ টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়ায় পৌঁছিবেন এবং ১২ টায় জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করবেন। এরপর মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জনকণ্ঠকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার টুঙ্গীপাড়া যাচ্ছেন"

Leave a comment

Your email address will not be published.


*