নিউজ ডেস্ক : শাহরুখ জানেন কিভাবে মানুষের হৃদয় জয় করতে হয়। শুধু তাই নয়, বলিউড বাদশাহ এও জানেন, কিভাবে তার পরিচর্যা করতে হয়।
সম্প্রতি এই সুপারস্টার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তার অভিনীত ‘দিল সে’ ছবিটির ১৮ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই সিনেমার একটি ডায়ালগ তুলে দিয়েছেন পোস্টে। ছবির পরিচালক মনি রত্নমসহ সকল সকল কাস্ট অ্যান্ড ক্রু’দের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু ভুলে গিয়েছিলেন প্রীতি জিনতার কথা!
তবে খুব দ্রুত ক্ষমা প্রার্থনা করতে ভোলেননি শাহরুখ। এ ছবি ছাইঁয়া ছাঁইয়া গানটি সবার মুখে মুখে ছিল। কিন্তু প্রীতির সঙ্গে আরেকটি গান কিন্তু কম জনপ্রিয় হয়নি। স্মৃতিচারণমূলক পোস্টে প্রীতির কথা লিখতে ভুলে যান কিং খান। পরে ক্ষমা চেয়ে লিখেছেন, দুঃখিত প্রীতি জিনতা। ছবির কৃতিত্বের ভাগ তাকেও দিয়েছেন।
৫০ বছর বয়সী বলিউড বাদশাহর সেরা কাজ হিসেবে এখনো ‘দিল সে’র কথাই বলেন সমালোচকরা। ছবির নায়িকা ছিলেন মনীষা কৈরালা। তবে এই ছবিতেই বলিউডে পা রাখেন প্রীতি জিনতা। ৪১ বছর বয়সী প্রীতিও ‘দিল সে’ সম্পর্কে তার অনুভূতির কথা বলেছেন। ছবিটির গল্প লেখক ও অন্যতম প্রযোজক শেখর কপূরও টুইট করেছেন ‘দিল সে’ সম্পর্কে। সূত্র : হিন্দুস্তান টাইমস
Be the first to comment on "প্রীতি জিনতার কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান!"