নিউজ ডেস্ক : রাখি ইজ রাখি!
মানে রাখি সবন্ত যে স্বমহিমায় রয়েছেন তা আরও এক বার প্রমাণ করলেন এই কন্ট্রোভার্সি কুইন।
তা এ বার রাখি কী বলেছেন জানেন?
দিন কয়েক আগে মার্কিন মুলুকে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পোশাক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। কারণ তাঁর পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই পোশাক পরে বিভিন্ন ভঙ্গিমায় ছবিও তুলেছিলেন নায়িকা। এ নিয়ে প্রশ্ন করা হলে রাখির সপাট জবাব, ‘‘আমি প্লাস্টিক সার্জারি করিয়ে ভাল ব্রেস্ট পেয়েছি। সুতরাং তা দেখাবই। যদি বলি সেলেবদের বডিতে যত প্লাস্টিক রয়েছে তা সংগ্রহ করা হয় তা হলে প্রত্যেক বাড়ি থেকে তিনটে করে ট্রাক ভর্তি হয়ে যাবে। আমি সত্, তাই এটা স্বীকার করেছি। বাকিরা কেউ প্লাস্টিক সার্জারির কথা বলতে চায় না।’’
রাখির এই মন্তব্যের জেরে মুখ খুলতে চাননি কোনও বলি সেলেব। তবে বি-টাউনের একটা বড় অংশের মতে, রাখি যে এমন বলবেন, এটাই তো স্বাভাবিক।
সূত্র : আনন্দবাজার প্রত্রিকা
Be the first to comment on "প্লাস্টিক সার্জারি করে উন্নত দেহ"