শিরোনাম

ফাঁস বাহুবলী ২-এর অ্যাকশন দৃশ্য, গ্রেপ্তার গ্রাফিক ডিজাইনার

নিউজ ডেস্ক : ‘বাহুবলী : দ্য বিগিনিং’ দেখার পর থেকে সারা ভারতে একটাই প্রশ্ন ঘুরছে, কাট্টাপ্পা বাহুবলী-কে কেন খুন করেছিল? সেই উত্তর জানার অপেক্ষায় গোটা দেশ এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে আগামী বছরের এপ্রিল মাসের দিকে। তার আগে অন্য কারণে চর্চায় বহু প্রতীক্ষিত ছবিটির দ্বিতীয় পার্ট।

গত ১২ নভেম্বর আয়কর দপ্তরের হামলায় ৬০ কোটি টাকার উদ্ধার হয় বাহুবলীর প্রযোজকের বাড়ি থেকে। এখন ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ইন্টারনেটে ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার হলেন ছবির অন্যতম গ্রাফিক ডিজাইনার। প্রায় ৯ মিনিটের ওই অ্যাকশন দৃশ্যটি ওই ডিজাইনার ইন্টারনেটে ছড়িয়ে দেন। সেটি দেখার পরই পরিচালক রাজামৌলি জুবিলি হিল্স থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

এর আগেও রাজামৌলি ছবির সেটে কোনো রকম ডিজিটাল জিনিসপত্র নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এমনকী ছবির অভিনেতা-অভিনেত্রীরাও এই তালিকা থেকে বাদ যাননি। তা সত্ত্বেও গত সেপ্টেম্বর মাসে ছবির শ্যুটিয়ের সেট থেকে ছবি ভাইরাল হয়ে যায়। তার পর এই দৃশ্য লিক হওয়ায় বেজায় চটেছেন তিনি।

সূত্র: এই সময়

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফাঁস বাহুবলী ২-এর অ্যাকশন দৃশ্য, গ্রেপ্তার গ্রাফিক ডিজাইনার"

Leave a comment

Your email address will not be published.


*