শিরোনাম

ফিফার ৬৬তম কংগ্রেস মেক্সিকোতে

নিউজ ডেস্ক: ফিফার ৬৬তম কংগ্রেস অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। ১২ ও ১৩ মে অনুষ্ঠেয় এই সভায় নির্ধারণ করা হবে ফিফার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। এই কংগ্রেস উপলক্ষে সভাপতি হিসেবে প্রথমবার মেক্সিকো সফরে আসবেন জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফার গুরুত্বপূর্ণ কংগ্রেসটি আয়োজন করতে পেরে বেশ উচ্ছ্বসিত মেক্সিকোর ফুটবল ফেডারেশন। ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠেয় এই সভায়, সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধার প্রক্রিয়াকে। সম্প্রতি ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। দুর্নীতির অভিযোগে সাবেক সভাপতি সহ নিষিদ্ধ হয়েছেন বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভায় এছাড়াও আলোচনা করা হবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংস্থাটির বাজেট এবং ভোট গ্রহণ হবে কসভোর সদস্যপদ নিয়ে। গুরুত্বপূর্ণ এই সভাটিকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন।
এই কংগ্রেসে নির্ধারণ করা হবে ফিফার ভবিষ্যৎ। নতুন সভাপতি সংস্থাটির পুরনো আভিজাত্য ফিরিয়ে আনতে সম্ভাব্য সব চেষ্টাই করছেন। গুরুত্বপূর্ণ সভাটি আয়োজন করার সুযোগ দিয়ে ফিফা মেক্সিকোর প্রতিটি নাগরিককে সম্মান জানিয়েছে।

basic-bank

Be the first to comment on "ফিফার ৬৬তম কংগ্রেস মেক্সিকোতে"

Leave a comment

Your email address will not be published.


*