ফুরিয়ে যাচ্ছেন মেসি?

নিউজ ডেস্ক : কে বলে মেসি ফুরিয়ে যাচ্ছেন? বয়স হচ্ছে বা ফর্ম হারাচ্ছেন- সমালোচকের এমন মন্তব্যগুলোকে বুড়ো আঙুল দেখিয়েই চলেছেন এই বিস্ময়-খেলোয়াড়। সাফল্য কখনোই তার পিছু ছাড়েনি। এখনো একের পর এক জাদু দেখিয়েই চলেছেন। মাঠেই তার প্রমাণ দিয়েছেন। এ মৌসুমে এখন পর্যন্ত ২৭টি ম্যাচে বল ২৯ বার জালে জড়িয়েছেন।

মাঝখানে কিছুটা ভাটা থাকলেও গোলের বন্যায় ভাসিয়ে চলেছেন প্রতিপক্ষকে। বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা ২৭টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে কোনো গোল করতে পারেননি। তো কি হয়েছে? বাকি ২০টি ম্যাচে তিনি নিয়মিত বল জড়িয়েছেন। এর মাঝে আবার আছে ২টি হ্যাট্রিক ও ৫টি জোড়া গোলের ইন্দ্রজাল। গত মৌসুমে জানুয়ারি মাসে তার গোল সংখ্যা ছিল ২১টি। এবার বরং ৬টি গোল বেশি এসেছে আর্জেন্টাইন যাদুকরের পা থেকে।

বরাবরের মতো গোল করিয়েও চলেছেন তিনি। দশটি ম্যাচে ৯টি গোলে তার প্রত্যক্ষ মদদ রয়েছে। অবশ্য গত বছর থেকে তার কিছুটা ছন্দপতন ঘটেছিল বৈকি। কিন্তু কাটিয়ে উঠেছেন। চারটি পেনাল্টি কিকের সবকটিতেই গোল করেছেন তিনি।

৫ বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় তার ফ্রি-কিকের সমস্যাগুলোও কাটিয়ে উঠেছেন। অনেকের অভিযোগ ছিল, ফ্রি-কিকে সেই আগের মেসি নেই। কিন্তু প্রমাণ মাঠেই রেখেছেন। লা লিগায় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আতলেতিকো মাদ্রিদের স্যান্ড্রো রামিরেজের সাথে মেসিও ফ্রি-কিকের শীর্ষ গোলদাতাদের একজন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফুরিয়ে যাচ্ছেন মেসি?"

Leave a comment

Your email address will not be published.


*