নিউজ ডেস্ক : ১০ বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও সোনম কাপুরকে। সঞ্জয়লীলা বনশালির ‘সাওয়ারিয়া’–তে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তৎকালীন নবাগত রণবীর ও সোনমের কেরিয়ারগ্রাফ ঠিক করে দিয়েছিল। এবার সেই জুটিকে নিয়েই ফিরতে চলেছেন রাজকুমার হিরানি। ২০১৭ সালে তৈরি হওয়ার কথা সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি ছবিতে যে রণবীর কাজ করবেন, এটা অনেকদিন আগেই বলেছিলেন রাজকুমার হিরানি। এবার ঘোষিত হল সোনম কাপুরের নাম। যদিও পরিচালক জানিয়েছেন, নির্দিষ্ট কোনো নারীর চরিত্রের উপর নির্ভর করে সোনমের চরিত্র তৈরি হয়নি। ১৯৮০-৯০ সালের মধ্যে যে ক’জন নারীর সঙ্গে প্রেম করেছেন সঞ্জয়, তাঁদের সবার উপরেই নির্ভর করে তৈরি করা হয়েছে চরিত্রটি। কেন এতদিন রণবীর কাপুর আর সোনম কাপুর অভিনয় করেননি একসঙ্গে? অনেকেই বলেন, প্রথম ছবিতে ব্যর্থতার পর থেকে এঁদের দু’জনকে একসঙ্গে নিতে চাননি কোনো প্রযোজকই। কিন্তু রাজকুমার হিরানি মনে করছেন, এঁদের দিয়েই ছবিতে অভিনয় করানোটা উপযুক্ত হবে।
সূত্র: আজকাল
Be the first to comment on "ফের পর্দায় একসঙ্গে রণবীর-সোনম"