নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর রামপুরা ও তুরাগ এলাকায় দুজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে কথিত ওই বন্দুকযুদ্ধ হয়।
রামপুরায় ঘটনার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম জামাল পারভেজ (৪২)। তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম বলছেন, বুধবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত কামাল পারভেজের বাসা উত্তরায়। বুধবার বিকেলে তালতলা মাঠে এক নারীর ‘গয়না ও টাকা লুট করার সময়’ একটি পিস্তল, একটি রিভলবার ও তিনটি গুলিসহ তাকে আটক করা হয় বলে জানান করিম।
এদিকে রাজধানীর তুরাগ থানা এলাকার প্রত্যাশা সেতুর কাছে ‘বন্দুকযুদ্ধে’ আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, সম্ভবত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি আরো বলেন, নিহত ব্যক্তির লাশ টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Be the first to comment on "‘বন্দুকযুদ্ধে’ ঢাকায় দুজন নিহত"