নিউজ ডেস্ক : জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে আয়নাল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রবিবার বিকেলে স্থানীয় মজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে ললিপপ দেয়ার কথা বলে আয়নাল তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ করেন। রাতে উজিরপুর মডেল থানায় ওই শিশুর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আয়নালকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আয়নাল হক বাহেরঘাট গ্রামের মৃত আফতাব উদ্দিন হাওলাদারের পুত্র।

Be the first to comment on "বরিশালে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক"