নিউজ ডেস্ক: বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের সহকারী প্রকৌশলী তৌফিক আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
বিকেলে নতুন প্রশাসক খান ভুলুকে সংবর্ধনা দেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, বরিশাল জেলা পরিষদের প্রথম প্রশাসক ডাঃ মোকলেছুর রহমানের মৃত্যুতে পদটি খালি হয়।
Be the first to comment on "বরিশাল জেলা পরিষদ প্রশাসক ভুলুর দায়িত্বগ্রহণ"