শিরোনাম

বাংলাদেশ ব্যাংকে সুইফটের দুই প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: রিজার্ভের টাকা লুটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সিস্টেম পরীক্ষা-নিরীক্ষার জন্য স্যোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) দুজন প্রতিনিধি কাজ করছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা জানান, রিজার্ভের অর্থ সরাতে সুফইট মেসেজ কীভাবে ব্যবহার হয়েছে সে বিষয়টি দেখতে কাজ করবেন তারা। তবে ব্যাংকে আসা সুইফটের প্রতিনিধিদের নাম জানাতে পারেননি তিনি।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় শনিবার দুপুরে ৪র্থ দিনের মতো বাংলাদেশ ব্যাংকে তদন্তকাজ পরিচালনা করছেন সিআইডির কর্মকর্তারা।

সর্বশেষ তিনটা পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবস্থান করছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী। বিকেল চারটার পর তদন্তের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের সংঙ্গে কথা বলবে সিআইডি।

এর আগে রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তের স্বার্থে বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ ব্যাংকে যান সিআইডি কর্মকর্তারা। এসময় তারা একটি কম্পিউটার জব্দ করেন। বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে অনানুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ করেন তারা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বাংলাদেশ ব্যাংকে সুইফটের দুই প্রতিনিধি"

Leave a comment

Your email address will not be published.


*