নিউজ ডেস্ক : পশ্চিম বাগদাদের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন। শহরের আবু গারিব এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও কোন সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। গত রবিবার ইরাকী সরকার ফালুজা পুনরুদ্ধার করার পর ইরাকে এটাই প্রথম সন্ত্রাসী হামলা।
২০১৪ সালের জুনে আইএস উত্তর ও পশ্চিম ইরাকে আক্রমন শুরু করে। এ সময় ইরাকের একাংশ তাদের দখলে আসে। ইরাকী সেনাবাহিনী ও সহযোগী স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে আইএসের এ মূহুর্তে তুমুল লড়াই চলছে। ফলে আইএস অধিকৃত এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। এসব কারনে আইএসই এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
Be the first to comment on "বাগদাদে মসজিদে বোমা হামলায় নিহত ১৪"