শিরোনাম

‘বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য আইভীকে অভিনন্দন’

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে এ অভিনন্দন জানান।
জয় বলেন, বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০% এর কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯% এর বিপরীতে ৪২% এর মতো ভোট পেয়েছেন।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয় লাভ করেন। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৭৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য আইভীকে অভিনন্দন’"

Leave a comment

Your email address will not be published.


*